আজ দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, বৃষ্টির দাপট অব্যাহত থাকবে উত্তরবঙ্গে। পাঁচ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বেশ কিছু জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির জেরে আবহাওয়া দফতর কমলা সর্তকতা জারি করেছে।
মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিনটি জেলায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের চার জেলা অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা খুব হালকা হয়ে গৌরবপুর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেইসঙ্গে বিহারের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার প্রভাবে আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই আগামী ৪৮ ঘণ্টায় উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টিপাতে সর্তকতা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ।
Be the first to comment