হামলা নেমে এল দোলা–অপরূপার উপর, স্বাধীনতা দিবসে রক্তে ভাসল ত্রিপুরা

Spread the love

তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় পা রাখার দিন থেকে বিজেপির আক্রমণের মুখে পড়েছে। এবার সেখানে আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন। এই ঘটনায় স্বাধীনতা দিবসের দিন তুমুল উত্তেজনা ছড়াল উত্তর–পূর্বের রাজ্যে। এমনকী এই হামলায় দোলা সেনের নিরাপত্তাকর্মীর মাথা ফেটে রক্তাক্ত হয়েছে বলে অভিযোগ।

আগরতলায় স্বাধীনতা দিবস পালন করে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ অপরূপা পোদ্দার ও দোলা সেন দক্ষিণ ত্রিপুরার বেতাগা গ্রামে যান। সেখান থেকে ফেরার পথেই তাঁদের উপর চরম হামলা হয়েছে বলে অভিযোগ।

শুরুটা হয়েছিল আইপ্যাকের টিমকে আটকে রাখার মধ্যে দিয়ে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা পৌঁছলে তাঁর উপর আক্রমণ নেমে আসে। এখানেই হামলা থেমে থাকেনি। বরং তৃণমূল কংগ্রেসের যুব নেতাদের উপর হামলা নেমে এসেছে। যার জেরে এখনও তাঁরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এতকিছুর পর এবার দুই মহিলা সাংসদের উপর আক্রমণ নেমে এসেছে।

তাঁদের উপর আক্রমণ নামিয়ে আনার পাশাপাশি তিনটে গাড়ি ভাঙচুর করা হয়। তাঁদের নিরাপত্তা দিতে এলে মাথা ফাটিয়ে দেওয়া হয় নিরাপত্তাকর্মীকে বলে অভিযোগ। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার পর সেখানে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ শুরু করেছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে ত্রিপুরায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্তরা। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেন তাঁরা। গ্রেফতার করা হয় তিন যুব নেতা–সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা–কর্মীকে। এবার ফের একবার তৃণমূল কংগ্রেসের উপর হামলার অভিযোগ উঠল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*