দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, দেশের সংস্কার করতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, তখন টুইট করে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গান লিখলেন তিনি আজকের দিনে। উপলক্ষ্য স্বাধীনতা দিবস। দেশপ্রেম নিয়ে গান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিজের ফেসবুক পেজে গানের লিংক শেয়ার করেছেন।
গানটির প্রথম চার লাইন লেখেন তিনি। ওই চারটি লাইন হল, ‘এই ধরণীর মাটির বাঁধন/ বাঁধুক জোরে মোদের/ সোনার চেয়েও যে খাঁটি/ দেশটা সবার নিজের।’ এই চার লাইনে তিনি বার্তা দিয়েছেন ভারতবর্ষ সবার, কারও একার নয়।
ফেসবুকের পাশাপাশি মমতা লেখেন, ‘ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভদিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই এবং দেবজ্যোতি বোস। দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ।’
এই গান এবং তাঁর লেখায় একদিকে যেমন এসেছে দেশটা সবার তেমনি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ বিবিধের মাঝে মিলনও মহান। এটা বিজেপি সরকারের কাছে একপ্রকার বার্তা দেওয়া বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ বিজেপির নেতা–নেত্রীদের মুখে শোনা যায় হিন্দুত্ববাদের কথা। সেখানে মুখ্যমন্ত্রীর এই বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
স্বাধীনতা দিবসে রেড রোডে অনুষ্ঠান রয়েছে। কোভিড প্রটোকল মেনেই কাটছাঁট করা হয়েছে আড়ম্বর। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উল্লেখ্য, একুশের নির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচaনে তাঁকেই দেশের অন্যতম বিরোধী মুখ বলে মনে করছেন বেশিরভাগ মানুষই। তাই স্বাধীনতা দিবসে বাংলার মুখ্যমন্ত্রীর রেড রোডের ভাষণের দিকে নজর রয়েছে সকলের।
Be the first to comment