কেউ মাটিতে আছড়ে পড়ছেন বিমান থেকে,কেউ প্রাণ হারালেন গুলিতে, কাবুলে নিহত অন্তত ৫

Spread the love

আজ থেকে কাবুল বিমানবন্দরে উড়ান বা বিমান অবতরণ বন্ধ। পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়ে বিমান সংস্থাগুলি। এর জেরে কাবুল ছাড়তে মরিয়া আফগানরা আরও মরিয়া হয়ে ওঠেন। পরিস্থিতি এতটা গুরুতর হয়ে দাঁড়ায় যে রানওয়েতে বসে পড়েন আফগানরা। পরিস্থিতি সামাল দিতে শূন্যে গুলি করা হয় মার্কিন সেনার তরফে। এরই মধ্যে রয়টার্স সূত্রে খবর মেলে যে গুলি চলার ঘটনায় কাবুল বিমানবন্দরে অন্তত পাঁচজন নিহত। টুইটারে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায় যে মার্কিন সেনার আপাচে হেকিকপ্টার রানওয়েতে বসে থাকা আফগান নাগরিকদের সরাতে চাইছে।

https://www.facebook.com/watch/?v=570933333910811

এদিকে আরও একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যায় যে বিমান থেকে মাটিতে আছড়ে পড়ছেন অন্তত দুই জন ব্যক্তি। স্থানীয় ব্যক্তিদের দাবি, মরিয়া হয়ে তিনজন আফগান টেক অফ করতে চলা একটি মার্কিন সামরিক বিমানের ল্যান্ডিং গিয়ার ধরে ঝুলে পড়েন। পরে বিমান আকাশে উড়ে গেলে সেই ব্যক্তিরা আছড়ে পড়েন মাটিতে।

এদিকে আজ দুপুরে আফগানিস্তানের আকাশসীমা বন্ধের নির্দেশ দেওয়া হয়। আজ দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ কাবুল থেকে দিল্লির এয়ার ইন্ডিয়ার বিমান ছাড়ার কথা ছিল। কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। আমেরিকা, ব্রিটিশ, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলি আফগানিস্তানের আকাশসীমা ব্যবহার বন্ধ করে দিয়েছে। কাবুলে থাকা ভারতীয় দূতাবাসের কর্মী এবং আধিকারিকরা রবিবার রাতেই আফগানিস্তানের রাজধানী ছেড়ে দিয়েছেন।

উল্লেখ্য, গতকাল থেকেই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জনস্রোত দেখা গিয়েছে। রবিবার দুপুরে শোনা যায়, কাবুলে ঢুকে পড়েছে তালিবানরা। সড়কপথে আফগানিস্তান ছাড়ার উপায় নেই। তাই হাজার হাজার মানুষের গন্তব্য ছিল বিমানবন্দর। হামিদ কারজাই বিমানবন্দরের রানওয়ের মধ্যে অপেক্ষা করতে দেখা যায় প্রচুর মানুষকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমেরিকান সেনা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। তারপরই দেখা যায় বিমানে ওঠার ফ্রন্ট ডোরের সিঁড়িতে ওঠার জন্য রীতিমতো হুড়োহুড়ি করছে মানুষ। অনেকে আবার রানওয়ের মধ্যে ঘোরাঘুরি করতে থাকেন। দেখে মনে হচ্ছিল সব আশা ছেড়ে দিয়েছেন। ইন্টারনেটে ভাইরাল সেইসব ছবি, ভিডিয়ো কাবুলবাসীর করুণ দশা তুলে ধরছে বিশ্ব দরবারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*