তৃণমূলে যোগ দিয়েই ‘খেলা হবে’র ডাক শোনা গেল সুস্মিতা দেবের গলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদানের পরই টুইট করেন প্রাক্তন কংগ্রেস নেত্রী। লেখেন, ‘আমার যা আছে, তা উজার করে দেব। খেলা হবে।’ একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে এভাবেই তাঁর উচ্ছ্বাস প্রকাশ করলেন রাহুল গান্ধী ঘনিষ্ট সুস্মিতা দেব।
কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। সোমবার কলকাতায় ঘাসফুল শিবিরে যোগ দেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন এই সভানেত্রী। তাঁকে স্বাগত জানান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ এই নিয়ে সাংবাদিক বৈঠক করবেন সুস্মিতা। তাঁর যোগদানে তৃণমূলে জাতীয় রাজনীতির আরও এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সংযোজন হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব দিল্লির রাজনীতিতে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি, ‘খেলা হবে’ দিবসের দিন সুস্মিতার মুখে এই স্লোগান তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামীদিনে জাতীয় রাজনীতিতে এই স্লোগান আরও জনপ্রিয়াতা অর্জন করবে বলেই মনে করা হচ্ছে।
রবিবার কংগ্রেসের অন্তরবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানান সুস্মিতা দেব। যদিও দল ছাড়ার কোনও নির্দিষ্ট কারণ দেখাননি তিনি। সংক্ষিপ্ত চিঠিতে সোনিয়া গান্ধীকে সুস্মিতা দেব লেখেন, ‘তিন দশক ধরে কংগ্রেসে কাজ করতে পারার সুযোগ আমি উপভোগ করেছি। আমি ব্যক্তিগত ভাবে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং পথ দেখানোর জন্য।’
উল্লেখ্য, সুস্মিতা বর্ষীয়ান কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে। শিলচরের থেকে ২০১৪ সালে সাংসদ নির্বাচিত হন সুস্মিতা। এই আসনটি তাঁর পরিবারের শক্ত গড় হিসেবে পরিচিত। বরাবরই তিনি রাহুল গান্ধীর ঘনিষ্ট হিসেবেই পরিচিত।
Be the first to comment