জরুরি ভিত্তিতে আফগানিস্তান থেকে ভারতীয় রাষ্ট্রদূত এবং দূতাবাসে কর্মরত অন্যান্য ভারতীয় আধিকারিকদের ফিরিয়ে আনা হল দেশে। আজ ভারতীয় বায়ু সেনার একটি বিমান কাবুল রওনা দিয়েছিল সকালে। সকাল ১১টা নাগাদ গুজরাতের জামনগরে অবতরণ করে সেই বিমানটি। এদিকে দেশে নেমে কাবুলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন বলেন, ‘আমরা আফগানিস্তানের মানুষকে পরিত্যক্ত করিনি।’
ট্যান্ডন এদিন বলেন, ‘আমরা আফগানিস্তানের মানুষকে পরিত্যক্ত করিনি। তাদের কল্যাণ এবং তাদের সাথে আমাদের সম্পর্ক আমাদের মনে অনেক বেশি। আমরা আমাদের সম্পর্ক বজায় রাখব, তবে তা কোন আকারে হবে তা এখনই বলতে পারব না। অবস্থার পরিবর্তন হচ্ছে।’
উল্লেখ্য এর আগে ১৫ অগস্টই বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন যে কাবুলের বর্তমান পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রদূত এবং অন্য ভারতীয় কর্মীদের খুব শীঘ্র দেশে আনা হবে। সেই মতো ১৫ অগস্ট কাবুলে রওনা দিয়েছিল ভারতীয় বায়ুসেনার দু‘টি বিমান। কাবুল তালিবান দখলে চলে যাওয়ার পর থেকে পরিস্থিতি ক্রমে খারাপ হয়েছে প্রতিবেশী দেশে। ভারতীয় দূতাবাসও তালিবানের নজরদারিতে চলে যায় বলে সূত্রের খবর। অধিকাংশ আন্তর্জাতিক দূতাবাস যেখানে রয়েছে, সেই উচ্চ নিরাপত্তার গ্রিন জোনের নিরাপত্তা নিয়েও সংশয় তৈরি হয়।
বায়ুসেনার বিমানে প্রথম ধাপে যে ৪৫জন ভারতীয় আধিকারিককে উদ্ধার করা হয়েছিল, তাঁদের বিমানবন্দরে যাওয়ার পথে আটকেছিল তালিবান। পরে তাঁদের ছাড়া হয়। আর আজকে বিমানে করে ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন-সহ ১২০ জন আধিকারিককে দেশে ফেরানো হয়।
এদিকে অসহায় আফগানদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। আফগানিস্তানের পরিস্থিতির কথা বিচার করে সেদেশের নাগরিকদের জন্য নতুন ক্যাটাগরির ফাস্ট ট্র্যাক ভিসা আবেদন পদ্ধতি ঘোষণা করল দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। ভারত সরকার লাগাতার আফগানিস্তানে অবস্থিত আফগান শিখ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে। যে সকল ভারতীয় আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক, তাঁদের ভারত সরকার ভারতে পুনরায় ফেরানোর ব্যবস্থা করবে বলে আগেই জানানো হয়েছিল। এছাড়া আফগান নাগরিকদের পাশেও দাঁড়ানোর বার্তা দিয়েছে বিদেশমন্ত্রক।
Be the first to comment