মধ্যবিত্তদের মাথায় হাত!‌ কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ২৫ টাকা

Spread the love

হেঁশেল সামলাতে চাপ বাড়ছে মধ্যবিত্তদের। কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ২৫ টাকা। কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ৮৮৬ টাকা। রান্নার গ্যাসের দাম বাড়ার ঘটনায় বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ। দেশজুড়ে করোনা পরিস্তিরির জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ।

লকডাউনে রোগজার প্রায় কিছুই হয়নি অনেক মানুষের। রান্নার গ্যাসের যেভাবে দাম বাড়ছে তাতে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। এক বছরে ২৪১ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। রান্নার গ্যাসের দাম যে হারে বাড়ছে তাতে বাড়িতে রান্না হবে কীভাবে তা নিয়ে চিন্তায় নিম্নবিত্তরা। মধ্যবিত্তদের বাড়িতে এখন রান্নার গ্যাসের পরিবর্তে বৈদ্যুতিন ইনডাকশন ওভেনে রান্না করা হচ্ছে।

অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম সাত মাসে বেড়েছে ২৫৭ টাকা। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে পেট্রোল-‌ডিজেলের দাম বেড়ে যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলছেন তৃণমূল নেতৃত্ব। সাধারণ মানুষের কথা ভাবে না বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। তাই লাগাতার ভাবে পেট্রোল-‌ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ছে অথচ সেই দাম নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই করছে না মোদী সরকার। যে হারে রান্নার গ্যাস, পেট্রোল-‌ডিজেলের দাম বাড়ছে তা নিয়ে অবিলম্বে কেন্দ্রের ভাবা উচিত বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*