পশ্চিমবঙ্গে তালিবানি শাসন শুরু হয়ে গিয়েছে। বিজেপি নেতা সজল ঘোষের বাড়িতে বসে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার জেল থেকে ছাড়া পান সজলবাবু। এর পর তাঁর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে পৌঁছন রাজ্য বিজেপি সভাপতি। সেখানে সজলবাবুর গলায় মালা পরিয়ে তাঁকে সংবর্ধনা জানান তিনি।
এদিন দিলীপবাবু বলেন, ‘সজলবাবুকে যে ভাবে গ্রেফতার করা হয়েছে সর্বত্র তার নিন্দা হয়েছে। চায়ের দোকানে বসে মানুষ প্রশ্ন তুলেছে, এভাবে কি আধ ঘণ্টা ধরে দরজা ভেঙে একজনকে গ্রেফতার করা যায়? আমরা কি সভ্য জগতে আছি?’ এরপর দিলীপবাবু বলেন, ‘রাজ্যের শান্তিপ্রিয় সাধারণ মানুষ কী অবস্থায় রয়েছে সেটা জানার দরকার আছে। এখানেও তো তালিবানরাজ শুরু হয়ে গিয়েছে। অন্যায়ের প্রতিবাদ করায় একজন রাজনৈতিক নেতাকে দরজা ভেঙে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।’
দিলীপবাবুর প্রশ্ন, ‘তোমরা হাজার হাজার লোক জড়ো করে খেলা করছো, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডারের নামে লোক জড়ো করছো, তাতে মানুষ চাপা পড়ে মরে যাচ্ছে। কিন্তু পুলিশ কারও বিরুদ্ধে একটা কেসও করে না। অথচ বিজেপির বিরুদ্ধে দিনরাত লেগে রয়েছে পুলিশ। প্রতিবাদ করলে কী পরিণতি হতে পারে তা দেখানোর জন্যই তৃণমূল এটা করছে।’
চার দিন জেলবন্দি থাকার পর সোমবার আদালত থেকে জামিন পান বিজেপি নেতা সজল ঘোষ। মঙ্গলবার জেল থেকে মুক্তি পান তিনি। সজলবাবু বাড়ি পৌঁছতেই তাঁর বাড়িতে হাজির হন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
Be the first to comment