সুপ্রিম কোর্ট নোটিস পাঠাল পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারকে। পেগাসাস নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ জুলাই একটি তদন্ত কমিশন গঠন করেন ৷ তাঁর শীর্ষে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর ৷ এই কমিশন গঠন বাতিল করা নিয়ে একটি আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷ তার পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত তৃণমূল সরকারকে এই নোটিস পাঠিয়েছে ৷
দেশের প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে তিন বিচারপতির একটি বেঞ্চ কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস পাঠিয়েছে। ২৫ অগস্ট পরবর্তী শুনানির দিন স্থির করা হয়েছে ৷ এই বেঞ্চের অন্য দু’জন হলেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসু ৷
আবেদনকারীর তরফে আইনজীবী সৌরভ মিশ্র বেঞ্চকে জানান, আইন অনুযায়ী রাজ্য সরকারের পেগাসাস তদন্ত কমিশন গঠনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে এই আবেদন করা হয়েছে ৷ এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলে, “আমরা নোটিস জারি করব ৷”
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত পেগাসাস তদন্ত কমিশনের দু’জন সদস্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ৷
Be the first to comment