মাদার ডেয়ারি বাংলায় হবে “বাংলা ডেয়ারি”, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

বাংলায় মাদার ডেয়ারি হবে বাংলা ডেয়ারি ৷ নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও মাদার নামটা নিয়ে কোনও আপত্তি নেই মুখ্যমন্ত্রীর ৷

বুধবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মাদার ডেয়ারিকে বাংলা ডেয়ারি করব আমরা।” তিনি আরও বলেন, “মাদার ডেয়ারির উৎপাদন বাংলায় নয়। বাইরে থেকে আনতে হয়। মাদার নামটা নিয়ে আমার কোনও আপত্তি নেই। তবে বাংলার জিনিসের নাম বাংলায় হওয়াই ভাল।’’

এদিন লোকাল ট্রেন না চলা নিয়ে মুখ্যমন্ত্রী ফের বললেন, গ্রামাঞ্চলে ঠিক মতো টিকাকরণ হলেই লোকাল ট্রেন চালানো হবে ৷ মুখ্যমন্ত্রী জানান, এখনও রাজ্যের ১৪ কোটির বদলে ৩ কোটি ভ্যাকসিন মিলেছে। কলকাতায় এখনও পর্যন্ত ৭৫ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাওড়ায় এখনও পর্যন্ত ৮৫ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাচ্চাদের যাতে সংক্রমণ না হয়, তার জন্যও লোকাল ট্রেন চালানো হচ্ছে না ৷ বাবা-মায়েদের থেকে বাচ্চাদের সংক্রমণ হতে পারে ৷ মত মুখ্যমন্ত্রীর ৷

দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জনতার ঢল নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “নতুন প্রকল্প তাই ভিড় বেশি হচ্ছে ৷ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এখনও অবধি ৩০ লাখ ফর্ম পড়েছে ৷” পাশাপাশি অডিট করে বিভিন্ন ব্যাঙ্কের বেনামি অ্যাকাউন্ট বন্ধ করা হবে বলেও এদিন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বেনামি অ্যাকাউন্টের টাকা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে আনা হবে ৷ তারপর সেই টাকা সামাজিক স্কিমের কাজে লাগানো হবে ৷

এছাড়া অফগানিস্তানে রাজ্যের ২০০-এর বেশি বাসিন্দা আটকে রয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানালেন মুখ্যমন্ত্রী ৷ তাঁরা অধিকাংশই জলপাইগুড়ি ও কালিম্পং জেলার বাসিন্দা ৷ তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে রাজ্যের মুখ্যসচিব বিদেশ মন্ত্রককে চিঠি লিখেছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*