আফগানিস্তানে বাংলার ২০০ জনের বেশি আটকে আছেন। তা নিয়ে বিদেশ মন্ত্রককে চিঠি লেখা হচ্ছে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, দার্জিলিং, কার্শিয়াং এবং তরাইয়ের কয়েকজন আফগানিস্তানে আটকে আছেন। তাঁদের দ্রুত ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রককে চিঠি লিখবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজ্যের ২০০ জনের বেশি মানুষ আটকে আছেন বলে জানতে পেরেছে নবান্ন।
গত রবিবার কাবুলের ‘পতনের’ পর থেকে আফগানিস্তানের ক্ষমতা তালিবানের হাতে চলে গিয়েছে। তারপর থেকেই আফগানিস্তান ছাড়তে মরিয়া উঠেছেন সেই দেশের নাগরিকরা। বিদেশিরাও আফগানিস্তান ছাড়া চেষ্টা চালাচ্ছেন। পশ্চিমবঙ্গের অনেকেই আফগানিস্তানে আটকে পড়েছেন বলে খবর মিলেছে। নাগেরবাজারের এক মোটিভেশনাল স্পিকারের স্ত্রী কাবুলে আটকে আছেন। কার্শিয়াং, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনার একাধিক বাসিন্দা বিভিন্ন কারণে আফগানিস্তানে যান। সেখানেই এখন আটকে পড়েছেন। অরাজকতার পরিবেশে অধিকাংশ পরিবারই আটকে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সবথেকে বেশি সমস্যা তৈরি হয়েছে বাণিজ্যিক উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায়।
তারইমধ্যে অবশ্য কয়েকজন ভারতীয়কে ফিরিয়ে এনেছে নয়াদিল্লি। রীতিমতো রোমহর্ষক কায়দায় ভারতীয় বায়ুসেনার বিমানে তাঁদের দেশে ফেরানো আনা হয়েছে।
Be the first to comment