কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন কৌশিক চন্দ

Spread the love

বিচারপতি কৌশিক চন্দকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হল ৷ সুপ্রিম কোর্টের কলেজিয়াম মঙ্গলবার এক বৈঠকে এই প্রস্তাব পাশ হয় ৷ বুধবার সরকারিভাবে বিবৃতি দিয়ে এই তথ্য জানায় দেশের শীর্ষ আদালত ৷ তার পর কেন্দ্রের তরফে এই প্রস্তাবে সম্মতি দেওয়া হয় ৷ বিচারপতি কৌশিক চন্দ এতদিন কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন ৷

তবে সম্প্রতি তাঁকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয় ৷ কারণ, তাঁর এজলাসে নন্দীগ্রাম মামলা উঠেছিল ৷ কিন্তু তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, তাঁর সঙ্গে বিজেপির যোগ রয়েছে ৷ পরে তিনি ওই মামলা থেকে সরে দাঁড়ান ৷ তবে বিচারপতি ও বিচার ব্যবস্থাকে অবমাননা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা করেন ৷

জানা গিয়েছে, কোনও অতিরিক্ত বিচারপতিকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি করতে গেলে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মতি প্রয়োজন ৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি দেননি বলে জানা গিয়েছে ৷

বুধবার সুপ্রিম কোর্টের তরফে যে বিবৃতি দেওয়া হয়, তাতে কলেজিয়ামের বৈঠকে পাশ হওয়া ৯ বিচারপতির কথা উল্লেখ করা হয়েছিল ৷ যাঁদের শীর্ষ আদালতে নিয়োগের প্রস্তাব পাশ করে কলেজিয়াম ৷ সেই তালিকায় রয়েছেন কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এএস ওকা, গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ, সিকিম হাইকোর্টের জেকে মহেশ্বরী, কেরল হাইকোর্টের সিটি রবিকুমার, মাদ্রাজ হাইকোর্টের এমএম সুন্দরেশ ৷

সেই তালিকায় তিনজন মহিলা বিচারপতিও রয়েছেন ৷ তাঁরা হলেন, কর্নাটক হাইকোর্টের বিচারপতি বিভি নাগারত্না, তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি এবং গুজরাত হাইকোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী ৷ যাঁদের নিয়ে গতকাল দিনভর দেশের আইনজীবী মহলে নানা আলোচনা চলতে থাকে ৷ কারণ, কলেজিয়ামের প্রস্তাব পাশ হয়ে গেলে সুপ্রিম কোর্টে চলে আসবেন কর্নাটক হাইকোর্টের বিচারপতি বিভি নাগারত্না ৷ সেক্ষেত্রে ২০২৭ সালে তাঁর দেশের প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেটা হলে, ভারত এই প্রথম কোনও মহিলা প্রধান বিচারপতি পেতে চলেছে ৷

এছাড়া বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন অতিরিক্ত সলিসিটার জেনারেল পিএস নরসিমাকেও সুপ্রিম কোর্টের বিচারপতি করার প্রস্তাব দিয়েছে কলেজিয়াম ৷ কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবে সায় দিলে তিনি নবম আইনজীবী হিসেবে সরাসরি শীর্ষ আদালতের বিচারপতি হওয়ার সুযোগ পাবেন ৷

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কলেজিয়াম পাঁচজন বিচারপতিকে নিয়ে তৈরি হয় ৷ যাঁর মাথায় থাকেন দেশের প্রধান বিচারপতি ৷ এখন পদাধিকার বলে রয়েছেন এনভি রামানা ৷ এছাড়া কলেজিয়ামের বাকি চার সদস্য হলেন বিচারপতি উদয় উমেশ ললিত, এএম খানউইলকর, ডিওয়াই চন্দ্রচূড় এবং এল নাগেশ্বর রাও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*