কংগ্রেস ও শরিক দলের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক বসছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। সেখানে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আজ, শুক্রবার বিকেল ৪টে নাগাদ ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠক হওয়ার কথা। বিরোধী শাসিত রাজ্যগুলিকে বিভিন্ন ভাবে বঞ্চিত করছে মোদী সরকার। এই অভিযোগ তুলে এ বার সরব হতে চান সনিয়া। সেই লক্ষ্যেই শরিক-সহ বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাঁর ওই বৈঠক। ব্যতিক্রম শুধু মমতা। শরিক না হওয়া স্বত্ত্বেও তিনি এই বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন।
কারণ, এখন কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ভাল তৃণমূলের। গত মাসে দিল্লি সফরে সনিয়ার বাড়িতে হাজির হয়েছিলেন মমতা। তা ছাড়া বিভিন্ন বিষয়ে সংসদের অধিবেশনেও দু’দলকে সরব হতে দেখা গিয়েছে। সেই রসায়ন থেকেই বাংলার মুখ্যমন্ত্রী আমন্ত্রিত। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকে উপস্থিত থাকবেন দলনেত্রী। ফলে নজর থাকবে এই খবরের দিকে।
Be the first to comment