বিগত ৩৪ দিন ধরে দেশে অপরিবর্তিত থেকেছে পেট্রলের দাম। এদিকে এদিন লাগাতার তৃতীয় দিনের জন্য দাম কমল ডিজেলের। লিটার প্রতি ডিজেল আজ দিল্লিতে বিকোচ্ছে ৮৯.২৭। এদিন লিটার প্রতি ডিজেলের দাম ২০ পয়সা কমেছে। এদিকে পেট্রল অপরিবর্তিত থাকায় দিল্লিতে আজ লিটার প্রতি পেট্রলের দাম ১০১ টাকা ৮৪ পয়সা। কলকাতাতে লিটার প্রতি পেট্রলের দাম ১০২ টাকা ৮ পয়সা। লিটারপ্রতি ডিজেলের দাম ৯২ টাকা ৩২ পয়সা।
তবে ডিজেলের দাম পরপর তিনদিন কমলেও রাজস্থানের শ্রীগঙ্গানগর, মধ্যপ্রদেশের রিবা সহ একাধিক শহরে এখনও প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকার উপর। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারি অপরিশোধিত তেলের দামে পতন ঘটায় দেশে জ্বালানি তেলের দাম নিয়ে গত তিনদিনে কিছুটা স্বস্তিতে রয়েছে জনসাধারণ। এদিন ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১.৭৮ ডলার কমে ৬৬.৪৫ ডলার হয়। এছাড়া DWTI ক্রুডের দামও কমে ব্যারেল প্রতি ৬৩.৭৯ ডলার হয়েছে।
উল্লেখ্য, গত প্রায় একমাস ধরে অপরিবর্তিত ছিল জ্বালানি তেলের দাম। বাদল অধিবেশন চলাকালীন পেট্রল-ডিজেলের মূল্য বৃদ্ধি করেনি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। তবে সংসদ অধিবেশন শেষ হতেই ফের একবার তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে আপাতত সেই আশঙ্কা দূরে সরিয়ে অপরিবর্তিত রয়েছে পেট্রলের দাম। পরপর তিনদিন কমল ডিজেলের দাম।
Be the first to comment