টার্গেট ২০২৪, বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা সোনিয়া গান্ধীর

Spread the love

বিজেপি বিরোধী জোটে শান দিতে শুক্রবার ফের মুখোমুখি হয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ ১৯ বিরোধী দল। চব্বিশকে সামনে রেখেই এই বৈঠক। দিল্লিতে মুখোমুখি সাক্ষাতের একমাসের মধ্যেই ফের ভার্চুয়াল বৈঠক বিরোধীদের। কংগ্রেস নেত্রীর ডাকে এদিনের বৈঠকে যোগ দেন ১৯ দলের প্রতিনিধি।

এদিনের বৈঠকে একজোট হয়ে লড়ার বার্তা দিলেন কংগ্রেস নেত্রী। তিনি বলেন,’ ২০২৪ সালের জন্য এখন থেকেই পরিকল্পনা করে লড়তে হবে। দেশের স্বার্থে আঞ্চলিক বৈরতা দূরে সরিয়ে এক জোট হয়ে বিজেপির উপর চাপ সৃষ্টি করতে হবে।’

এদিন সোনিয়া স্পষ্টতই জানিয়েছেন, এটা একটা চ্যালেঞ্জ। আমাদের একজোট হতেই হবে। আমাদের নানা মতপার্থক্য থাকতে পারে। কিন্তু সেই সময়টা এসে গিয়েছে যখন জাতির স্বার্থে আমাদের এসবের উর্ধে উঠতে হবে। আমাদের মূল লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সেজন্য এখন থেকেই পরিকল্পনা করতে হবে। জানিয়েছেন সোনিয়া। মোদী সরকারকে হঠাতে এভাবেই  দেশজুড়ে বিরোধী শক্তিকে এককাট্টা হতে আহ্বান সোনিয়ার।

সূত্রের খবর, ১৫ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই ভার্চুয়াল বৈঠকে। মমতা-সোনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন উদ্ধব ঠাকরে ও এম কে স্ট্যালিন, শরদ পাওয়ার, হেমন্ত সোরেনের মতো হেভিওয়েটরা। যোগ দিয়েছেন বাম নেতা সীতারাম ইয়েচুরিও। কিন্তু উল্লেখযোগ্যভাবে এই বৈঠকে সামিল হয়নি সমাজবাদী পার্টি। আপ পার্টিকে এই মিটিংয়ে আমন্ত্রন জানানো হয়নি। বিএসপি মিটিংয়ে হাজির ছিল না। পেগাসাস, ভ্যাকসিন সহ কেন্দ্রের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনে বিজেপিকে আরও কোণঠাসা করার ব্যাপারে এদিন আলোচনা হয়েছে। অন্যদিকে এদিন বিরোধীরা জানিয়েছেন, জম্মু কাশ্মীরে সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিও তোলেন বিরোধীরা।  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*