কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলার মাঝে মৃত্যু ৭ সাধারণ আফগানের, জানালো ব্রিটিশ সেনা

Spread the love

কাবুল বিমানবন্দরের বাইরের করুণ চিত্রের কোনও বদল নেই। এরই মাঝে বিমানবন্দরের গেটের বাইরে হামলা চালানো হতে পারে আশঙ্কা করা হচ্ছে। তালিবানি তাণ্ডব থেকে বেঁচে নয়া জীবন পাওয়ার আশায় প্রায় অমানবিক পরিস্থিতির মধ্যেও কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে দেখা গিয়েছে কয়েক হাজার আফগানকে। এরই মধ্যে বিশৃঙ্খলার জেরে প্রাণ হারালেন ৭ জন সাধারণ আফগান। গেট ভেঙে কাবুল বিমানবন্দরের ভিতরে ঢোকার মরিয়া চেষ্টায় পদপিষ্ট হয়ে এই ৭ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ শেনা।

বর্তমানে কাবুল বিমাবন্দরের ভিতরে ১৮ হাজার মানুষ। বর্তমান গতিতে উদ্ধার কাজ চলতে থাকে তাহলে এদেরকে কাবুল থেকে বের করতে অন্তত পাঁচদিন লাগবে। এরই মধ্যে অসম্ভব গরমে নাজেহাল অবস্থা। মানবিক স্বার্থে প্রয়োজনীয় নথি ছাড়াও বহু আফগানকে বিমানবন্দরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে বহু আফগানকে। এদিকে সাধারণ মানুষের হুড়োহুড়ি ঠেকাতে কাবুল বিমানবন্দরে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়লেন মার্কিন সেনারা।

এদিকে কাবুল বিমানবন্দরে হামলা চালাতে পারে আইএসআইএস জঙ্গিরা। গোপন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আপাতত কাবুল বিমানবন্দরে আসতে বারণ করা হল মার্কিন নাগরিকদেক। তাঁদের বলা হয়েছে, যখন মার্কিন সেনার তরফে আসতে বলা হবে, তখনই যাতে তাঁরা বিমানবন্দরে আসে।

এদিকে দেশ থেকে পালাতে পারলেও নিস্তার নেই আফগানদের। জানা গিয়েছে তুরস্কে বেশ কয়েকজন আফগান শরণার্থীকে আটক করা হয়েছে। তাঁদের খুব সম্ভবত ফের আফগানিস্তানেই পেরানো হবে। এর আগেই তুরস্ক জানিয়েছিল যে তারা আর কোনও রণার্থী নিতে পারবে না। ইরানের সঙ্গে নিজেদের সীমান্তে বিশাল প্রাচীর গড়েছে তুরস্ক, যাতে আফগান শরণার্থীরা ইরান হয়ে সেদেশে না যেতে পারেন। এই পরিস্থিতিতে দিশাহারা হয়ে পড়ছেন সাধারণ আফগানরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*