সুস্থতার পথে বাংলা। একধাক্কায় অনেকটাই কমল রাজ্যের সংক্রমণ। কমল দৈনিক মৃত্যুও। কয়েকটি জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা দশের নীচে নামলেও চিন্তায় রাখছে কলকাতা সহ তিন জেলা।
বাংলার করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬১ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। সামান্য বেড়েছে দৈনিক কোভিড মৃত্যু। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৩৫ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.১৯ শতাংশ। ১৭ জেলা মৃত্যুশূন্য।
রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪২ হাজার ৯৮৬ । মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৫ হাজার ১৬১। মোট মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৩৬৪। এই মুহূর্তে বাংলায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯ হাজার ৪৬১। রাজ্যে চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি হয়েছে আট জনের।
সংক্রমণ ও সুস্থতা দুয়েরই শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৭৯ জন। কলকাতায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪ জন। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। দার্জিলিঙে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ জন।
পরপর নামছে দেশের করোনা গ্রাফ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট মোতাবেক গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৩০ হাজার ৯৪৮ জন। যা কিনা আগের দিনের তুলনায় ১০ শতাংশ কম। গত ২৪ ঘন্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৪০৩ জনের।
Be the first to comment