আর্থিক প্রতারণা ও তছরুপের অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

Spread the love

আর্থিক প্রতারণা ও তছরুপের অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। রবিবার সকালে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ।

শ্যামাপ্রসাদের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা তছরুপ, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। রবিবার প্রাক্তন মন্ত্রীকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠায়।

শ্যামাপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ, বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান থাকাকালীন তিনি ওই এলাকার বিভিন্ন প্রকল্পের টাকা নয়ছয় করেছেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মহকুমা প্রশাসনে অভিযোগ করা হয়। এর পর মহকুমার তরফে তদন্তে উঠে আসে, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বিষ্ণুপুর পুরসভার মোট ৫৪টি সরকারি প্রকল্পের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। যার আর্থিক পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*