Astrologer:- শংখশিষ সরকার (Sankhasis Sarkar)
(জ্যোতিষ-আচার্য)
মেষ – সহকর্মীদের ষড়যন্ত্র। মানসিক চাপ বৃদ্ধি। দূরে বদলির সম্ভবনা।
বৃষ – গতানুগতিক মিশ্রফল লাভ।
মিথুন – বুদ্ধিজীবিদের কর্মে সাফল্য। শিল্পনিপুন্য সুনাম বৃদ্ধি।
কর্কট – বিশেষ ব্যাস্ততা ও সাফল্য। অভাবিত অর্থপ্রাপ্তি।
সিংহ – জেল জরিমানার ভয়। প্রতিবেশী দ্বারা ক্ষতির সম্ভবনা।
কন্যা – খাদ্য-বস্ত্র নানাবিধ সুখ লাভ। নিকটে আমন্ত্রন লাভ।
তুলা – কর্মক্ষেত্রে বিবাদ। আন্তরিক প্রচেষ্টা সত্বেও আত্মগ্লানি।
বৃশ্চিক – শাস্ত্রচর্চায় আনন্দলাভ। সাধুসঙ্গ-বিদ্বজনের প্রীতিলাভ।
ধনু – প্রেম- প্রনয়ে আঘাত। উত্তেজনা বৃদ্ধি।
মকর- পিতা-মাতার শারীরিক কষ্টভোগ। আর্থিক সংকট ও ঋনবৃদ্ধি।
কুম্ভ – দীর্ঘ অপেক্ষার পরে সফলতা। নতুন কার্যের সূচনা।
মীন – বিশেষ ক্ষেত্রে সরকারী সন্মান প্রাপ্তি। গৃহাদি শুভসংস্কার।
Be the first to comment