প্টেম্বর-অক্টোবরেই আছড়ে পড়তে পারে কোভিড ঢেউ। বিশেষজ্ঞদের এই আশঙ্কাই কী তাহলে সত্যি হতে চলেছে? রাজ্যের সংক্রমণ পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগে বিশেষজ্ঞরা। গত কয়েকদিন লাগাতার করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার পর ফের এদিন লাফিয়ে বাড়ল আক্রান্তের সংখ্যা। বেড়েছে দৈনিক মৃত্যুও।
মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১৩ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ২১৭ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.২১ শতাংশ। ১৫টি জেলায় ২৪ ঘণ্টায় কোনও কোভিড মৃত্যু হয়নি। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার ১০৯ । মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৫০৯। মোট মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৩৮৩।
সংক্রমণের শীর্ষে কলকাতা। লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৯৫ জন। তবে শেষ ২৪ ঘণ্টায় মহানগরে কোনও মৃত্যু হয়নি। উত্তর ২৪ পরগনায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। দার্জিলিঙে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ জন।
Be the first to comment