‘মুখ্যমন্ত্রীকে চড় মারা উচিত!’ বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে

Spread the love

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে। গ্রেফতার হল তাঁকে। সূত্রের খবর, রাণেকে হেফাজতে নিতে রত্নগিরির পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে রত্নগিরি আদালত। জানা গিয়েছে, নাসিকের পুলিশ কমিশনার দীপক পাণ্ডে জানিয়েছেন, তাঁকে সঙ্গমেশ্বর থানায় নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, বম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন রাণে।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত কোঙ্কণ এলাকায় ‘জন আশীর্বাদ র‍্যালি’কে কেন্দ্র করে। সেখানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধবকে আক্রমণ করেন রাণে। তিনি বলেছিলেন, ‘দেশের কততম স্বাধীনতা বর্ষপূর্তি সে সম্পর্কে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না। এটা অত্যন্ত লজ্জার বিষয়। বক্তৃতার সময় তাঁকে জেনে নিতে হচ্ছে স্বাধীনতার কত বছর হল!’ তাঁর আরও মন্তব্য, ‘যদি আমি সেখানে উপস্থিত থাকতাম তা হলে তাঁকে একটা চড় মারতাম।’

অন্যদিকে, শিবসেনা সাংসদ বিনায়ক রাউত এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীকে অপসারণের দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস বলেন, ‘পুলিশকে বলব আইনমাফিক কাজ করতে। মুখ্যমন্ত্রী সম্পর্কে একটু সংযত ভাবে মন্তব্য করা উচিত ছিল তাঁর।’

এদিকে, শিবসেনা কর্মী সমর্থকরা নাসিকে বিজেপির কার্যালয়ে পাথর ছোড়েন। নারায়ণ রাণের বিরুদ্ধে স্লোগান ওঠে। তাঁর বাসভবনের সামনেই কেন্দ্রীয় মন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়। বিজেপি-শিবসেনা দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*