তফশিলিদের উন্নয়নের আর কিছু বাকি নেইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

গত ১০ বছরে পশ্চিমবঙ্গের তফশিলিদের জন্য সবরকম উন্নয়নের ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার ৷ বুধবার এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের সভাঘরে তফশিলি জাতি কাউন্সিলের বৈঠক ছিল ৷ সেই বৈঠকে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘আমরা যা করেছি কোনও রাজ্য তা করতে পারেনি ৷’’

মমতার দাবি, সারা দেশে প্রথম তফসিলি জাতি কাউন্সিল তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার ৷ সেই কাউন্সিল তফশিলি জাতিদের উন্নয়নে কাজ করছে ৷ তাঁর আমলে রাজ্যের তফশিলি জাতির ঠিক কতটা উন্নতি হয়েছে, সেই খতিয়ানও এদিন তিনি সকলের সামনে তুলে ধরেন ৷

মমতা জানান, রাজ্যে ২৩.৫১ শতাংশ তফশিলি জাতির মানুষ রয়েছেন ৷ তাঁদের মধ্যে ২২ শতাংশকে চাকরিতে সংরক্ষণ করেছেন ৷ ২০১১ সালে তফশিলি জাতিদের জন্য ৩৬০ কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছিল ৷ কিন্তু সেই বাজেট বরাদ্দ বাড়িয়ে ২১৭২ কোটি টাকা করা হয়েছে ৷

তাছাড়া তফশিলি জাতিদের অন্যান্য সরকারি সুবিধা দেওয়ার বিষয়টি আরও অনেক সহজ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ তাঁর কথায়, এখন আরও সহজে তফশিলিদের জাতিগত শংসাপত্র দেওয়া হয় ৷ তফশিলিদের নানা ধরনের সরকারি সুবিধা দেওয়া হচ্ছে ৷ নানা প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করা হয়েছে ৷

তিনি জানান, তফশিলি জাতিভুক্ত ৪০ হাজার মানুষ পেনশন পান এখন ৷ তাছাড়া ২৫ বছর থেকে ৫৯ বছর পর্যন্ত তফশিলি জাতিভুক্ত মেয়েদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসে এক হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ আর সবশেষে তিনি বলেন, ‘‘এমন কিছু নেই যা বাকি আছে ৷ আমরা যা করেছি কোনও রাজ্য তা করতে পারেনি ৷’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*