শ্রী সিমেন্টই স্পনসর থাকছে, আইএসএল খেলবে ইস্টবেঙ্গল; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

অবশেষে জটিলতা কাটলো ৷ ইস্টবেঙ্গল ক্লাবের স্পনসরশিপ নিয়ে জট কেটে গেলো। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গলের স্পনসর থাকছে শ্রী সিমেন্টই ৷

বুধবার নবান্নে দুইপক্ষকে নিয়ে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গল আইএসএল খেলবে ৷ একইভাবে বৈঠকে উপস্থিত শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে তাদের প্রতিনিধি জানিয়ে দিলেন এবিষয়ে আর কোনও জটিলতা নেই ৷ ইস্টবেঙ্গল এবছর আইএসএল খেলবে ৷

এদিন বৈঠকের পর মমতা আরও বলেন, ‘যেটা নিয়ে অনিশ্চয়তা চলছিল, সেটা কেটে গিয়েছে। আমিও খুব রেগে গিয়েছিলাম। আমি ওদের কাছে একটা অনুরোধ করেছিলাম।’ সঙ্গে জানিয়ে দেন, ইস্টবেঙ্গলের সমস্যা মিটে গিয়েছে। জট কেটে গিয়েছে। ইস্টবেঙ্গল আইএসএলে থাকছে। ‘খেলা হবে’।

পরে শ্রী সিমেন্টের এক কর্তা বলেন, ‘আমরাও চাই যে খেলা হোক। একটি মতভেদ ছিল। সেজন্য টার্মশিটের চুক্তি স্বাক্ষর করতে পারিনি। গত এক বছর ধরে এটা স্বাক্ষর করার চেষ্টা করছিলাম। কিন্তু হয়নি (এড়িয়ে গিয়ে কিছুটা)। আপনি যখন অনুরোধ করেছেন, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা খেলবে। এবার আমরা আইএসএলে খেলব।’ অন্যদিকে, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, ‘দিদিকে ধন্যবাদ জানিয়ে ছোটো করতে চাই না। দিদি সবসময় আমাদের পাশে থাকেন। শুধু ইস্টবেঙ্গল ক্নাবের পাশে নয়, পুরো ময়দান, ক্রীড়া মহলের সঙ্গেই থাকেন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*