রাজ্যে ফের বাড়লো দৈনিক সংক্রমণ। বাড়ল মৃতের সংখ্যাও। তবে এর মধ্যেই আশার আলো মৃত্যু শূন্য জেলাগুলির চিত্র। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হয়নি। পাশাপাশি, এই তালিকায় রয়েছে আরও ১৪টি জেলা। যা নিঃসন্দেহে আশাব্যঞ্জক।
বাংলার স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৮ জন। একদিনে করোনা প্রাণ কেড়েছে ১০ জনের। তবে এর মধ্যেই ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৩০ জন। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান আরও জানাচ্ছে, কলকাতায় মৃত্যুশূন্য হলেও বেড়েছে সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় শহরে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৯। উত্তর ২৪ পরগনাতেও সংখ্যা এক। এরপরেই রয়েছে হাওড়া। একদিনে সেখানে আক্রান্ত ৫৭ জন। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং। একদিনে সেখানে ৫৪ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। রাজ্যে একদিনের পজিটিভিটি রেট ১.৬৬ শতাংশ। অর্থাৎ আগের দিনের থেকে কিছুটা বেড়েছে সংক্রমণ।
Be the first to comment