অসমে লাইনচ্যুত ডাউন সরাইঘাট এক্সপ্রেস, যাত্রীরা নিরাপদে জানালো রেল

Spread the love

অসমে লাইনচ্যুত হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেস।  কামাখ্যা-বঙ্গাইগাঁওয়ের মাঝে লাইনচ্যুত সরাইঘাট এক্সপ্রেস।  গুয়াহাটি স্টেশন ছাড়ার পরে এই ট্রেন চাইগাঁও স্টেশনে ঢোকার মুখে  বেলাইন হয়ে যায় বলে খবর। বেলাইন হয়ে পড়ে সরাইঘাট এক্সপ্রেসের ৪ টি কামরা। তবে এই ঘটনায় হতাহতের খবর নেই। সামান্য কয়েকজনের চোট লেগেছে বলে জানা গেছে।  তবে যাত্রীরা সকলে নিরাপদে আছেন বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বুধবার দুপুর দেড়টা নাগাদ গুয়াহাটি থেকে নিউ বঙ্গাইগাঁওয়ের পথে চাইগাঁও স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনাটি ঘটে। ওই স্টেশনটি উত্তর সীমান্ত রেলপথের রঙ্গিয়া ডিভিশনের অন্তর্গত। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিন থেকে ছয়, সাত, আট এবং নয় নম্বর কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। রেল সূত্রে জানা গেছে, ট্রেনটির ৬,৭,৮ ও ৯ নম্বর  বগি ইঞ্জিন থেকে লাইনচ্যূত  হয়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 

রেল সূত্রে খবর, বিভিন্ন রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে যেহেতু এটি সিঙ্গল লাইন। তাই এই লাইনে আপাতত কোনও ট্রেন চালানো যাচ্ছে না।  ট্রেনগুলি ঘুরপথে চালানো হবে বলে জানা গেছে। হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর নর্থ ফ্রন্টিয়ার রেলের পক্ষ থেকে চারটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যে সব স্টেশন সরাইঘাট এক্সপ্রেসের থামার কথা, সেইসব স্টেশনগুলিতে মে আই হেল্প ইউ বুথ চালু করা হয়েছে। এগুলির মাধ্যমে যাত্রীদের পরিজনরা খোঁজখবর নিতে পারবেন। 


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*