উত্তরবঙ্গকে বিজেপি পৃথক রাজ্য করতে চেয়ে সুর চড়িয়েছিল। কেউ আবার এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পক্ষে সওয়াল করেন। আর সেখানেই এবার ফের সফর করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের নির্বাচনে উত্তরবঙ্গে এবার ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। তাই আগামী ৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যে উত্তরবঙ্গ নিয়ে এত রাজনীতি, যেখানে রাজ্যপাল জগদীপ ধনখড় ছুটে গিয়েছেন, সেখানে হঠাৎ মুখ্যমন্ত্রী যাচ্ছেন যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃতীয়বার ক্ষমতায় এসে হ্যাট্রিক করেছেন তিনি। তারপর এটাই প্রথমবার উত্তরবঙ্গ সফর মমতার। ৬ সেপ্টেম্বর গিয়ে কলকাতায় ফিরবেন ৯ সেপ্টেম্বর। টানা তিনদিনের ওই সফরে তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক।
এখন পাহাড়ে সমীকরণ পাল্টেছে। বিমল গুরুং শিবিরের হাতেই এখন গোর্খা জনমুক্তি মোর্চা। বিনয় তামাং এখন তাঁর সঙ্গেই আছেন। অনীত থাপা পৃথক রাজনৈতিক দল নিয়ে আসছেন। তাই এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসাবেই দেখা হচ্ছে। প্রশাসনিক বৈঠক হবে উত্তরকন্যায়। গত ১ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখানে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছিল তৃণমূল কংগ্রেসের।
উল্লেখ্য, এবার বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেস ভালো ফল হয়েছে উত্তরবঙ্গেও। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভা ভিত্তিক তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১৩টি আসন। ২০২১ সালে তার থেকে ১০টিরও বেশি আসন বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও কিছু ঘোষণাও করতে পারেন তিনি।
Be the first to comment