উপনির্বাচন নিয়ে দলের লিখিত মতামত জমা দিতে বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গেলেন ৫ সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল ৷ এই প্রতিনিধি দলে ছিলেন সাংসদ সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, জওহর সরকা, সাজদা আহমেদ এবং মহুয়া মৈত্র ৷ এর আগে নির্বাচন কমিশন তৃণমূলকে চিঠি দিয়ে মতামত জানাতে বলেছিল ৷
এদিন প্রায় আধ ঘণ্টা বৈঠক হয় ৷ বৈঠকে তৃণমূলের প্রতিনিধি দল ফের দ্রুত নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন ৷ নির্বাচন কমিশনও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ৷ তবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি বিষয়ে কমিশন নিশ্চিত করতে চাইছেন ৷
Be the first to comment