অসমে দুষ্কৃতীদের লাগানো আগুনে ভস্মীভূত সাতটি ট্রাক, মৃত ৫

জঙ্গি যোগের প্রবল আশঙ্কা

Spread the love

অসমে সাতটি ট্রাকে আগুন লাগাল দু্ষ্কৃতীরা ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি জ্বলে যাওয়া লাশ ৷ আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ডিমাহাসাউ থানার অন্তর্গত ডিসমাও গ্রামের কাছে উমরাংসু লঙ্কা রোডের রঙেরবিল এলাকায় ৷

ডিমাহাসাউ জেলার এসপি জয়ন্ত সিং জানান, মোট ৯ টি ট্রাক কয়লা ও অন্যান্য সামগ্রী নিয়ে একটি সিমেন্ট কারখানা থেকে পার্শবর্তী হোজাই জেলার লঙ্কায় যাওয়ার পথে রঙেরবিল এলাকায় এই ঘটনা ঘটে ৷ মৃতরা সকলেই ট্রাকের চালক ও খালাসি ৷ এলাকাটি প্রত্যন্ত হওয়ায় প্রাথমিক খবর আসতে একটু দেরি হয় ৷ গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং অসম পুলিশ ও সেনা অসম রাইফেলসের জওয়ানরা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে ৷

পুলিশের একাংশ মনে করছে, ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি-এর মদতপুষ্ট জঙ্গিরাই এই ঘটনা ঘটিয়েছে ৷ সিমেন্ট কোম্পানি থেকে তাদের দাবি মতো টাকা না পাওয়ার ফলে ডিএনএলএ এই ট্রাকগুলিকে জ্বালিয়ে দিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

চলতি বছরের মে মাসে কারবি-আংলং জেলার ধানসিড়ি এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে সাত ডিএনএলএ জঙ্গির মৃত্যু হয় ৷ এরপর থেকে ডিমাহাসাউতে ডিএনএলএ-র ঘাঁটি মজবুত হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*