দিল্লি সরকারের প্রকল্প ‘দেশ কে মেন্টরস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সোনু, রাজনীতিতে যোগদানের জল্পনা তুঙ্গে

Spread the love

লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ভারতবাসীর মন জয় করে নিয়েছেন অভিনেতা সোনু সুদ। তারপরও গত দেড় বছরে তাঁকে বিভিন্ন রকম সমাজসেবা মূলক কাজে যোগ দিতে দেখা গিয়েছে ৷ এবার তাঁর সেই জনপ্রিয়তাকে ব্যবহার করতে উদ্য়োগী হল দিল্লি সরকার।

সোনুকে দিল্লি সরকারের তরফে একটি প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো ৷ ওই প্রকল্পের নাম ‘দেশ কে মেন্টরস’। শুক্রবার নয়াদিল্লিতে এই ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সেই সময় তাঁর পাশেই বসেছিলেন সোনু সুদ ৷ এদিন কেজরিওয়াল জানান যে দিল্লি সরকারের এই প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে রাজি হয়েছেন সোনু ৷ খুব শীঘ্রই এই প্রকল্প শুরু হবে ৷ সোনু সুদকে দেশে যুব সমাজের আইকন হিসেবে পরিচয় দেন কেজরিওয়াল ৷ সোনু তাঁর সরকারের সঙ্গে কাজ করতে রাজি হওয়ায়, সেটা তাঁর জন্য সম্মানের বলেও জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

দেশ কে মেন্টরস প্রকল্প নিয়ে কেজরিওয়াল জানান, দিল্লি সরকার রাজধানীর স্কুলগুলির মান বৃদ্ধির কাজ করেছে ৷ পড়ুয়াদের আরও ভাল শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে ৷ গরিব পরিবার থেকে আসা ওই পড়ুয়ারাও স্বপ্ন দেখে অভিনয়, সঙ্গীত জগতে নিজেদের পরিচয় তৈরি করার ৷ তাই তাঁর সরকার চায় ওই শিশুদের মেন্টর হওয়ার জন্য প্রত্যেকে এগিয়ে আসুক ৷

তিনি জানান, এই বিষয় নিয়ে সোনু সুদের সঙ্গে আলোচনা করা হয়েছে ৷ দিল্লির সরকার কী কী ভালো কাজ করেছে, তাও বলিউডের এই অভিনেতাকে জানানো হয়েছে বলে দাবি কেজরিওয়ালের ৷ একই সঙ্গে আম আদমি পার্টির এই নেতা দাবি করেন যে দেশের যুব সমাজ যদি শিক্ষা বিপ্লবের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে ভারত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জায়গায় চলে যাবে ৷

প্রসঙ্গত, সোনু সুদ যে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করবেন, এই বিষয়টি বৃহস্পতিবারই জানা গিয়েছিল ৷ তার পর থেকে জল্পনা ছড়ায় যে তাহলে রাজনীতিতে যোগ দিতে চলেছেন সোনু ৷ তিনি কী আম আদমি পার্টিতে যোগ দেবেন ৷ শুক্রবার অবশ্য সেই জল্পনার খানিকটা হলেও অবসান হল ৷ দেখা গেল আপাতত রাজনীতিতে নেই সোনু সুদ ৷ তবে দিল্লিতে সরকারি কর্মসূচির প্রচারে নামছেন তিনি ৷ তবে ভবিষ্যতে কী তিনি রাজনীতির ময়দানে নামবেন? উত্তর অধরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*