সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, লালবাজারে অধ্যাপকের বিরুদ্ধে দায়ের এফআইআর

Spread the love

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এক অধ্যাপক। ফেসবুক কমেন্টে রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুন করার হুমকি পোস্ট করার অভিযোগে জনৈক অরিন্দম ভট্টাচার্যের নামে ইতিমধ্যেই লালবাজারে এফআইআর দায়ের হয়েছে।

জানা গিয়েছে, একটি ফেসবুক গ্রুপে আলোচনা চলাকালীন অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য এহেন মন্তব্য করেন। তারপরই তাঁর কমেন্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শোরগোল পড়ে যায় তাঁর সর্বত্র। এরপরই তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশের দ্বারস্থ হন তমাল দত্ত এবং দেবর্ষি রায় নামে দুই ব্যক্তি। তাঁদের অভিযোগ, ফেসবুক গ্রুপে এই বিতর্কিত মন্তব্য করেন অরিন্দম। তিনি ওয়েবকুটার সদস্য। জুওলজি বিভাগে অধ্যাপনা করেন।

জানা গিয়েছে, এর আগেও একাধিকবার এই অধ্যাপককে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে। নির্বাচনের আগেও তাঁকে একাধইকবার ফেসবুক কমেন্টের জন্য পরিচিতরা সতর্ক করেছিলেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরণের মন্তব্য ঘিরে সমস্যা তৈরি হতে পারে। এই মনে করেই তাঁর বিরুদ্ধে এবার লালবাজারের সাইবার সেলে অভিযোগ করেছেন তমাল ও রাজর্ষি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের পরিচিতের মধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও অধ্যাপক অরিন্দম ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে দেখা গিয়েছে। যা নিয়ে তাঁকে একাধিকবার সতর্কও করা হয়। নিরাপত্তার কথা ভেবেই তাঁর বিরুদ্ধে এবার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান অভিযোগকারীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*