নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণের পরিসংখ্যান। অবশেষে একশোর নীচে নামল কলকাতার দৈনিক সংক্রমণও। তবে এখনও কাটছে না উদ্বেগ। উৎসবের মরশুমে ভিড় এড়াতে বারবার সতর্ক করছে স্বাস্থ্য দফতর। একইসঙ্গে কড়া কোভিড বিধি পালনের সঙ্গে টিকাকরণের উপরও দেওয়া হচ্ছে।
করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫০ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ০৭০ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.২২ শতাংশ। ১৮টি জেলায় ২৪ ঘণ্টায় কোনও কোভিড মৃত্যু হয়নি। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ৫৪৮ । মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২০ হাজার ০৫৫। মোট মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৪২৩।
এদিন পর্যন্ত রাজ্যে টিকা পেয়েছেন ৫,০৫,১৭২।রবিবার অবশেষে কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা নামল একশোর নীচে। স্বাস্থ্য দফতরের প্রকাশিত কোভিড রিপোর্ট অনুযায়ী, এদিন সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এরপরই স্থান কলকাতার। মহানগরে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৮৭। পিছিয়ে নেই দক্ষিণ ২৪ পরগনাও। এই জেলায় ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫৯।
অন্যদিকে, দার্জিলিঙেও বেড়েছে সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ জন। করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচতে ব্যবস্থা নিচ্ছে রাজ্য। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় বহাল থাকছে কোভিড বিধিনিষেধ। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বজায় থাকবে রাত্রিকালীন নিষেধাজ্ঞা। একইসঙ্গে নতুন কিছু ছাড় দিয়েছে রাজ্য সরকার। এবার থেকে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খুলছে প্রতিযোগীতামূলক পরীক্ষার কোচিং সেন্টারগুলি।
আগামী ১ সেপ্টেম্বর থেকে এই শর্তসাপেক্ষে খোলা যাবে সেন্টারগুলি। উল্লেখ্য, নবান্নের আগের নির্দেশে ৩১ অগাস্ট পর্যন্ত বিধিনিষেধ লাগুর কথা বলা হয়েছিল। তা আরও ১৭ দিনের জন্য বাড়িয়ে দেওয়া হলো।
Be the first to comment