রাজ্যে দৈনিক সংক্রমণ কমলো, সামান্য বাড়লো মৃত্যু সংখ্যা

Spread the love

রবিবারের পরিসংখ্যানের তুলনায় সোমবারে রাজ্যে কমল করোনা সংক্রমণ। তবে গতকালের তুলনায় রাজ্যে বাড়ল মৃতের সংখ্যা। কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় এখনও সংক্রমিত হচ্ছেন ৫০-এর বেশি। তবে কলকাতায় গতকালের তুলনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দুইই কমেছে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার জেরে আক্রান্ত হয়েছেন ৫১০ জন। এদিন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৪৭ জন। গত ২৪ ঘন্টায় করোনার জেরে রাজ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। নতুন করে সংক্রমণের জেরে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৫৮ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে ১৫ লাখ ২০ হাজার ৭০২ জন। রাজ্যে করোনার জেরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ হাজার ৪৩৪ জনের।

গোটা রাজ্যে এখন করোনা আক্রান্ত এমন রোগীর সংখ্যা ৮,৯২২। যা আগের দিনের তুলনায় ১৪৮ কম। সক্রিয় রোগীর সংখ্যা নীচের দিকে নামলেই রাজ্যের কোভিড পরিস্থিতির আরও উন্নতি হবে। রাজ্যের মধ্যে কলকাতাতেই এদিন সর্বাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৮১ জন। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ৭৯। তবে উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৩ জনের। মৃত্যুর ক্ষেত্রে এই সংখ্যাই সর্বাধিক। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*