আমেরিকার সেনা আফগানিস্তান ছাড়তেই উল্লাসে মাতল তালিবান। স্বয়ংক্রিয় রাইফেল থেকে মুহুর্মুহু গুলি চালিয়ে, বাজি ফাটিয়ে ‘স্বাধীনতা’র উদ্যাপন করল তালিব জঙ্গিরা।
তালিবান আগেই জানিয়ে দিয়েছিল, ৩১ অগস্টের মধ্যেই আফগানিস্তানের মাটি ছাড়তে হবে আমেরিকা বাহিনীকে। তার মধ্যেই উদ্ধারকাজ শেষ করতে হবে। সময়সীমা কোনও ভাবেই বাড়ানো হবে না। তালিবদের দেওয়া সেই সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার।
সোমবার গভীর রাতেই পাততাড়ি গুটিয়ে স্বদেশে রওনা হয়েছে আমেরিকার সেনা। আমেরিকার শেষ বিমান আফগান মাটি ছাড়তেই সেই মুহূর্তকে উপভোগ করতে বাজি, বোমা ফাটিয়ে, বন্দুক থেকে গুলি ছুড়ে মুক্তির উল্লাসে মাতল তালিব সদস্যরা। তার পরই তালিবান এই দিনটিকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিবস হিসেবে ঘোষণা করল তারা।
Be the first to comment