আজই দুর্গাপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে তিনি হেলিকপ্টারে করে সিটিসেন্টার অঞ্চলে ভগৎ সিং ক্রীড়াঙ্গনে নামবেন। সেখান থেকে ক্ষুদিরাম সরণিতে সার্কিট হাউসে তাঁর আসার কথা। জেলা প্রশাসন সূত্রে খবর, সার্কিট হাউসেই রাত্রিযাপন করবেন তিনি।
এর পর বুধবার দুপুরে দুর্গাপুর থেকে পানাগড় শিল্পতালুকে পৌঁছে সেখানে একটি কারখানার শিলান্যাস করবেন। মুখ্যমন্ত্রীর সফরের আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভগৎ সিং ক্রীড়াঙ্গন, সার্কিট হাউস সমেত আশপাশের এলাকা।
সূত্রের খবর, বুধবার দুপুরে পানাগড় শিল্পতালুকে একটি প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। তাঁর সফরের আগে সোমবার সকালে ভগৎ সিং ক্রীড়াঙ্গনে হেলিকপ্টারের মহড়া হয়। সেখান উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। পানাগড় শিল্পতালুকেও একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। কোনও কারণে দুর্গাপুরের সফর বাতিল হলে কলকাতা থেকে সরাসরি পানাগড় শিল্পতালুকে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার পৌঁছে যাবে। তবে দুর্গাপুরে সার্কিট হাউসের নিরাপত্তার জন্য ইতিমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্কিট হাউসের পাঁচিলের সামনের অংশ উঁচু করে বাঁশের কাঠামো বেঁধে তার উপর কাপড় দিয়ে ঢেকে দেওয়ার কাজ শুরু হয়েছে। অস্থায়ী ভাবে আলো লাগানো হচ্ছে সার্কিট হাউসের বাইরে।
Be the first to comment