জ্যের কার্যনির্বাহী ডিজি হচ্ছেন মনোজ মালব্য ৷ মঙ্গলবার রাজ্যের বর্তমান ডিজি বীরেন্দ্রর অবসর নেওয়ার কথা ৷ তাই তাঁর জায়গায় নতুন ডিজি পদে নিয়োগের জন্য ৬ জন শীর্ষ আইপিএস আধিকারিকের নাম কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল ৷ কিন্তু, রাজ্যের আইনশৃঙ্খলা যিনি সামলান, সেই ডিজি পদের তিনজনের তালিকা কেন্দ্রের তরফে পাঠানো হয়নি ৷ ফলে আপাতত পরিস্থিতি সামাল দিতে কার্যনির্বাহী ডিজি হিসেবে মনোজ মালব্যকে নিয়োগ করেছে নবান্ন ৷ মনোজ মালব্যর নামও কেন্দ্রের কাছে পাঠানো প্রস্তাবিত তালিকায় ছিল ৷
মঙ্গলবারই অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র ৷ তাঁর জায়গায় নতুন ডিজি নিয়োগের তোড়জোড় অনেক আগেই শুরু করে দিয়েছিল নবান্ন ৷ সেই মতো প্রথমে ২১ জন সিনিয়র আইপিএস এবং সেখান থেকে ১৯৮৬, ১৯৮৭ এবং ১৯৮৮ সালের ব্যাচের ৬ জন আইপিএস আধিকারিকের নাম রাজ্য পুলিশের ডিজি পদের জন্য বাছাই করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছিল ৷ কিন্তু, এখানেও রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে ৷
কেন্দ্রের তরফে এখনও রাজ্যের ডিজি কে হবেন, সেই তালিকা নবান্নের কাছে পাঠানো হয়নি ৷ আর তাই বাধ্য হয়ে কার্যনির্বাহী ডিজি হিসেবে ১৯৮৬-এর ব্যাচের আইপিএস মনোজ মালব্যকে দায়িত্ব দিল রাজ্য সরকার ৷ রাজ্য সরকার যে ৬ জন পুলিশ কর্তার নাম পাঠিয়েছিল কেন্দ্রের কাছে, তাঁরা হলেন, ডিজি অর্গানাইজেশন মনোজ মালব্য, ডিজি টেলিকমিউনিকেশন সুমনবালা সাহু, ডিজি রেলওয়েল অধীর শর্মা, ডিজি অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা পি নিরজনয়ন, ডিজি এনফোর্সমেন্ট গঙ্গেশ্বর সিং এবং ডিরেক্টর সিকিউরিটি পদে থাকা আধিকারিক বিবেক সহায় ৷ এঁদের মধ্যে মনোজ মালব্য ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার, সুমন বলা শাহু, অধীর শর্মা, পি নীরজনয়ণ এবং গঙ্গেশ্বর সিং ১৯৮৭ ব্যাচের আইপিএস এবং ১৯৮৮ ব্যাচের আইপিএস বিবেক সহায় ৷
এদের মধ্যে ইউপিএসসি-র তরফে ৩ আইপিএস’র তালিকা তাঁদের কাজের খতিয়ান এবং অভিজ্ঞতার নিরিখে রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়ার কথা ৷ তাঁদের মধ্যে থেকে একজনকে রাজ্য সরকার ডিজি পদে নিয়োগ করবে ৷ কিন্তু, সমস্যা হল সেই 3 আইপিএস-র নাম কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে এখনও পাঠানো হয়নি ৷ ফলে আগামিকাল থেকে রাজ্যের আইনশৃঙ্খলার ভার কার হাতে থাকবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷
এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে সঙ্কট কাটাতে আপাতত সবচেয়ে অভিজ্ঞ আইপিএস অফিসার মনোজ মালব্যকে কার্যনির্বাহী ডিজি হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার ৷ পরবর্তী সময়ে কেন্দ্রের তরফে ৩ জনের নাম এলে নবান্নের তরফে একজনকে ডিজি পদে নিয়োগ করা হবে ৷
তবে, রাজ্য পুলিশের ডিজি নিয়োগ নিয়ে কেন্দ্রের এই গাছাড়া মনোভাব নিয়ে রাজনৈতিকমহলে গুঞ্জন শুরু হয়েছে ৷ কারণ এই নিয়োগের সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি জড়িত ৷ আর সেখানে কেন্দ্রের এমন মনোভাব রাজ্যের সঙ্গে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি করছে ৷
Be the first to comment