প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভা থেকে আগেই বাদ পড়েছিলেন মানেকা গান্ধী ৷ এবার ভারতীয় জনতা পার্টির সংগঠনেও তাঁর গুরুত্ব কমলো ৷ তিনি বাদ পড়লেন বিজেপির জাতীয় কার্যকারিণী সমিতি থেকে। একই সঙ্গে তাঁর ছেলে বরুণ গান্ধীকেও বাদ হয়েছে ওই কমিটি থেকে ৷
প্রসঙ্গত, উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের মৃত্যুর ঘটনা নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন বরুণ গান্ধি ৷ তাছাড়া তিনি ও তাঁর মা মানেকা গান্ধী বিভিন্ন মহলে এই ঘটনার নিন্দায় সরব হয়েছিলেন ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই কারণেই তাঁদের বিজেপির জাতীয় কার্যকারিণী সমিতি থেকে বাদ দেওয়া হল ৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানিয়েছেন, ঠিক কী হয়েছিল, তার জন্য তদন্ত রিপোর্টের অপেক্ষা রয়েছেন সকলে ৷ এই পরিস্থিতিতে বিজেপির ঘরের লোকই যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে তা দুর্ভাগ্যজনক ৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার সাংগঠনিক রদবদলের একটি বড় তালিকা প্রকাশ করা হয়েছে ৷ তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে লালকৃষ্ণ আডবাণী, মুরলি মনোহর যোশী-সহ একাধিক হেভিওয়েট নেতার নাম রয়েছে ৷ পশ্চিমবঙ্গ থেকে মিঠুন চক্রবর্তী-সহ একাধিক নেতার নাম রয়েছে ওই তালিকায় ৷
তবে তালিকায় একাধিক পরিবর্তন করা হয়েছে ৷ সেই পরিবর্তনেই বাদ পড়েছেন সুলতানপুরের সাংসদ মানেকা গান্ধী ও পিলভিটের সাংসদ বরুণ গান্ধী ৷
Be the first to comment