‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা হিন্দু-মুসলমানের বিষয় না’, হাসিনার প্রশংসায় ফিরহাদ হাকিম

Spread the love

সাম্প্রতিককালে বাংলাদেশে একাধিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে যাতে হিংসার শিকার হয়েছে সেদেশের সংখ্যালঘুরা। দুর্গাপুজোর মণ্ডপ থেকে মন্দিরে তাণ্ডব চলেছে। প্রাণ হারিয়েছেন অনেকেই। তবে এই ঘটনাগুলিকে হিন্দু-মুসলমানের মধ্যকার বিভেদের বিষয় হিসেবে দেখতে চাইছেন না কলকাতার পুর-প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

এই বিষয়ে ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা ভালোভাবে মোকাবিলা করছেন শেখ হাসিনা। কোনও অস্থিরতা হওয়ার কারণ নেই। এটা হিন্দু-মুসলমানের বিষয় নয়। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা কোনও ধর্মের মানুষ হতে পারে না। তারা অপরাধী। যারা ধর্ম মানে না, তারা এই ঘটনা ঘটায়। আমি বিশ্বাস করি হাসিনা সরকার ধর্মনিরপেক্ষ সরকার। এই ঘটনার প্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ নেবে তারা।’

গত বুধবার অষ্টমীর দিন থেকে বাংলাদেশ কার্যত জ্বলছে। হিংসার সূত্রপাত হয় সেদেশের কুমিল্লা জেলায়। তারপর সহিংসতা ছড়িয়ে পড়ে চাঁদপুর, চট্টগ্রামের মতো বিভিন্ন জায়গায়। সেখানে একাধিক জেলায় দুর্গাপুজো মণ্ডপ ভাঙা হয়। একাধিক মন্দিরে হামলা চালানো হয়। সেখানে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন মারা গিয়েছেন। অনেকে জখম। এদিকে বাংলাদেশের সরকার উত্তেজনা প্রশমিত করতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে দোষীদের কাউকে ছাড়া হবে না। তার পরও শুক্রবার নতুন করে হিংসা ছড়ায়। সেখানে নোয়াখালির ইসকনের মন্দিরে ভাঙচুর হয়। খুন হয়েছে দুই জন।

এদিকে এই নিয়ে ভারতে অনেকে সরব হয়। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তৃণমূল কংগ্রেসের তরফে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও সমালোচনা করেছেন এই ঘটনার। বিদেশমন্ত্রকের তরফে বাংলাদেশের ঘটনার কড়া নিন্দা করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*