নেপালে একের পর এক কম্পন, অনুভূত হলো উত্তরবঙ্গেও

Spread the love

সোমবার বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং পাহাড় ও লাগোয়া সমতলের একাংশ। নেপালে কাঠমান্ডুর কাছে সিন্ধুপালচক জেলায় ছিল কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্পে এখনো কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। কম্পন অনুভূত হয় দার্জিলিং পাহাড় ও সিকিমের একাংশে।

সোমবার বিকেল স্থানীয় সময় বেলা ৩.২০ মিনিটে অনুভূত হয় প্রথম কম্পনটি। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৪.১। এর ৩ মিনিট পর প্রায় একই জায়গায় ৪.০ মাত্রার একটি কম্পন অনুভূত হয়।

ওদিকে ভারতীয় ভূকম্প বিষয়ক সংস্থা থেকে জানানো হয়েছে ভারতীয় সময় বেলা ১.৩১ মিনিটে আরও একটি কম্পন অনুভূত হয়েছে নেপালে। কাঠমান্ডু থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বে ছিল তার উপকেন্দ্র। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

হিমালয়ের ওপর অবস্থিত নেপাল বরাবরই কম্পনপ্রবণ। ২০১৫ সালে এক ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল কাঠমান্ডুসহ দেশের একটা বিশাল অংশ। তার পরও কম্পনে বার বার শঙ্কা ফিরেছে সেদেশের বাসিন্দাদের মনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*