বদলে যাচ্ছে আপনার প্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের নাম ৷ বিপুল জনপ্রিয় ফেসবুকের নামটাই নাকি বদলে যাচ্ছে ৷ শুধু তাই নয়, একইসঙ্গে লুক বদলে নতুনভাবে মার্কেটে আসার পরিকল্পনা করছে মার্ক জুকেরবার্গের সংস্থা ৷ সূত্রের খবর এমনটাই ৷ শোনা যাচ্ছে, মূলত মেটাভার্স নির্মাণের অংশ হিসেবেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে সংস্থার তরফে ৷ কয়েকদিন আগেই সংস্থার তরফে জানানো হয়েছিল, মেটাভার্স নির্মাণের জন্য পাঁচ কোটি ডলার বিনিয়োগ করবে তারা ৷ আগামী ২৮ তারিখ এই ঘোষণা করা হতে পারে সংস্থার তরফে।
মেটাভার্স হল একটি মাল্টিভার্স যা বাস্তব জগতের সঙ্গে আরও বেশি করে কাজ করে ৷ যা অগমেন্টেড রিয়েলিটি ওভারলে, রিয়েল স্টোরের ভিআর ড্রেসিংরুম, এমনকি গুগল ম্যাপের মতো অ্যাপসকেও অন্তর্ভুক্ত করেছে। এই মাল্টিভার্সে বিনিয়োগকারী বা ব্যবহারকারীরা মূলত নিজেদের অ্যাভাটার তৈরি ও নিয়ন্ত্রণ করে ৷ বিষয়গুলি নিয়ে ফেসবুক ইতিমধ্যেই গবেষণা শুরু করেছে ৷ সম্প্রতি কোম্পানির বিভিন্ন নীতি এবং ইন্টারনেট সমস্যা নিয়ে তোপের মুখে পড়েছে তাঁরা ৷ সেই সমস্যা মেটাতেও বদ্ধপরিকর ফেসবুক কর্তৃপক্ষ।
২০০৪ সালের ফেব্রুয়ারিতে মার্ক জুকেরবার্গ এবং তাঁর আরও তিন বন্ধুর নেতৃত্বে যাত্রা শুরু হয় ফেসবুকের ৷ প্রথমে স্বতন্ত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অকুলাসের মতো একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালায় তারা। জানা গিয়েছে, মূল কোম্পানির নাম বদলালেও তার অধীনে একটি অ্যাপের নাম থাকবে ‘ফেসবুক’। যদিও ফেসবুকই প্রথম সুপরিচিত কোম্পানি নয় যে চাহিদা বৃদ্ধির পরে নাম পরিবর্তন করতে চলেছে। ২০১৫ সালে গুগলও একই পদক্ষেপ নিয়েছিল। বর্তমানে গুগল সম্পূর্ণরূপে ‘অ্যালফাবেট’ নামক একটি হোল্ডিং কোম্পানির অধীনে পুনর্গঠিত হয়েছে।
Be the first to comment