হর্ষিল-চিতকুলে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ কলকাতার ৭ জন সহ মোট ১১ ট্রেকার

Spread the love

১৪ অক্টোবর হর্ষিল-চিতকুল (হিমাচল প্রদেশ)-এর লখমা পাসে ট্রেকিংয়ে গিয়ে নিঁখোজ কলকাতার ৭ জন ৷ এছাড়াও দিল্লির ১ বাসিন্দাও রয়েছেন ৷ তাঁদের সঙ্গে উত্তরকাশীর আরও ৩ জন বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে ৷ প্রবল তুষারপাতের জেরে তাঁরা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন ৷ বলা হচ্ছে যে, তাঁদের সঙ্গে থাকা ৬ জন গাইড মঙ্গলবার ছিটকুলের দিকে আইটিবিপি ক্যাম্পে পৌঁছেছেন ৷ ওই ১১ জন ট্রেকারের নিখোঁজ হওয়ার খবর স্থানীয় ট্রেকিং সংস্থা জেলা প্রশাসনকে জানিয়েছে ৷

ওই ১১ জনের খোঁজে এবং তাঁদের উদ্ধারের জন্য একটি হেলিকপ্টার সহ এসডিআরএফ’র সদস্যরা বুধবার সকালে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ উত্তরকাশীর বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক জয় পানওয়ার জানান, স্থানীয় ট্রেকিং এজেন্সি জানিয়েছে যে গত ১৪ অক্টোবর দিল্লি এবং কলকাতার ৮ জন ট্রেকারকে সঙ্গে নিয়ে ১৭ জনের একটি দল হর্ষিল-চিতকুলের লখমা পাসের উদ্দেশে রওনা দিয়েছিলেন ৷

তিনি আরও জানান, ওই দলটি লখমা পাসে পৌঁছানোর পর ট্রেকিং দলের ৬ জন গাইড মঙ্গলবার হিমাচল প্রদেশের আইটিবিপি ক্যাম্পে পৌঁছে গিয়েছেন ৷ কিন্তু, প্রবল তু্​ষারপাতের জেরে ওই ১১ জন নিখোঁজ হয়ে যান ৷ চিতকুলের কাছাকাছি পৌঁছে যাওয়া গাইডদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ট্রেকিংয়ে অংশ নেওয়া দু’জন ট্রেকার আহত হয়েছেন ৷ বুধবার স্থানীয় ট্রেকিং সংস্থার তরফে জেলার বিপর্যয় মোকাবিলা দফতরে এই খবর জানানো হয়েছে ৷

নিখোঁজ ব্যক্তিদের পরিচয় জানা গিয়েছে-

অনীতা রাওয়াত, বয়স ৩৮ বছর ৷ দিল্লির বাসিন্দা

মিথুন দারি, বয়স ৩১ বছর ৷ পশ্চিমবঙ্গের বাসিন্দা (কোন জেলার এখনও জানা যায়নি)

তন্ময় তিওয়ারি, বয়স ৩০ বছর ৷ কলকাতার বাসিন্দা

বিকাশ, বয়স ৩০ বছর ৷ কলকাতার বাসিন্দা

সৌরভ ঘোষ, বয়স ৩৪ বছর ৷ কলকাতার বাসিন্দা

বিধান দাস, বয়স ২৮ বছর ৷ কলকাতার বাসিন্দা

রিচার্ড মণ্ডল, বয়স ৩০ বছর ৷ কলকাতার বাসিন্দা

সুখেন মাঝি, বয়স ৪৩ বছর ৷ কলকাতার বাসিন্দা

দেবেন্দ্র, বয়স ৩৭ বছর ৷ পুরোলা, উত্তরকাশী

জ্ঞানচন্দ, বয়স ৩৩ বছর ৷ পুরোলা, উত্তরকাশী

উপেন্দ্র, হয়স ৩২ বছর ৷ পুরোলা, উত্তরকাশী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*