আরিয়ান খান পেলেন না জামিন, আবেদন খারিজ আদালতে

Spread the love

আরিয়ান খানের জামিনের আবেদন ফের খারিজ হয়ে গেল। আজও ছাড়া পেলেন না শাহরুখ পুত্র। জেলা দায়রা কোর্টের বিচারক খারিজ করে দিলেন আরিয়ানের আইনজীবীর আবেদন। আপাতত আর্থার রোড জেলেই দিন কাটাতে হবে বাদশাহ-পুত্রকে। জামিনের আবেদনে আরিয়ান খান লিখেছিলেন, তিনি নির্দোষ। তাঁকে এই অপরাধে মিথ্যে ফাঁসানো হচ্ছে। তিনি আদলতকে এ বলেও আশ্বস্ত করেন যে ছাড়া পেলে দেশ ছেড়ে পালানো অথবা তথ্য প্রমাণ নষ্ট করার কোনও চেষ্টা করবেন না। কিন্তু কোনও কাকুতি মিনতিই শেষ পর্যন্ত কাজে এল না।

৩ অক্টোবর নারকোটিক্স-এর হাতে গ্রেফতার হয়েছেন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান। তারপর থেকে একাধিক বার আরিয়ানের আইনজীবী তাঁর জামিনের আবেদন জানালেও বার বার তা খারিজ হয়ে গিয়েছে। আজ, বুধবার ফের একবার বিশেষ NDPS কোর্টে আরিয়ানের জামিনের আবেদন করা হয়।

এর আগের শুনানিতে সতীশ মানশিন্ডে আদালতের সামনে আর্জি জানিয়েছিলেন, যেহেতু আরিয়ান খান-এর কাছ থেকে কোনও রকম নিষিদ্ধ মাদক উদ্ধার করা যায়নি, তাই তাঁকে জেল হেফাজতে রাখারও কোনও মানে হয় না। সতীশ মানশিন্ডের সব যুক্তি শোনার পর মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত আরিয়ান খান এবং তাঁর সঙ্গে আরও দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা-এর জামিনের আবেদন খারিজ করে দেয়।

একদিকে যখন তাঁর দিকে বার বার আঙুল তোলা হচ্ছে, তখনই নার্কোটিকস কনট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে স্পষ্ট জানিয়ে দেন তাঁরা সবে মুম্বই ক্রুজ ড্রাগ কাণ্ডে কেস ফাইল করেছেন। তদন্তের জন্যে তাঁদের হাতে ৬ মাস সময় রয়েছে। আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর একাধিক সেলেব্রিটি তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। রাজনৈতিক নেতারও পিছিয়ে নেই এ ক্ষেত্রে। আরিয়ানের গ্রেফতারির পর মুখ খোলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি-এর সভাপতি মেহবুবা মুফতি। সোমবার তিনি টুইটে বিজেপিকে কটাক্ষ করে নিজের বক্তব্য রাখেন শাহরুখের-এর ছেলে আরিয়ানের গ্রেফতারি প্রসঙ্গে। মেহবুবা মুফতি লেখেন, ‘চার জন কৃষককে খুন করার পরও কেন্দ্রীয় মন্ত্রীর অভিযুক্ত ছেলে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাকে নিয়ে তদন্তকারী সংস্থার কোনও মাথাব্যথা নেই। কিন্তু ২৩ বছরের এই ছেলের পিছনে হাত ধুয়ে পড়ে রয়েছে। এটা কি শুধুমাত্র ছেলেটির পদবি খান, তাই? বিজেপি-র কোর ভোট ব্যাংককে সন্তুষ্ট রাখার জন্য শুধুমাত্র মুসলিমদের টার্গেট করা হচ্ছে।’

আবার আরিয়ান খান ড্রাগ কাণ্ড নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা নবাব মালিক। তাঁর দাবি, তিনি এমন তথ্য প্রমাণ সবার সামনে নিয়ে আসবেন, যার থেকে প্রমাণ হয়ে যাবে মুম্বইয়ের ক্রুজ থেকে আরিয়ান খানের সঙ্গে গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে গ্রেফতারির পরেই রেহাই দিয়ে দিয়েছিল এনসিবি। সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার একটাই কারণ তিনি এক বিজেপি নেতার শ্বশুরবাড়ির আত্মীয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*