উৎসব শেষে ক্রমশ লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে কলকাতায় আক্রান্তের সংখ্যা কার্যত সেইদিকেই ইঙ্গিত দিল। স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬৭ জন। একদিনে মৃত্যু হয়েছে নয় জনের। এর মধ্যে কেবলমাত্র কলকাতা শহরেই একদিনে করোনা থাবা বসিয়েছে ২৪৪ জনের মধ্যে। যা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকমহলে।
দৈনিক সংক্রমণের নিরিখে একদিনে উল্লেখযোগ্যভাবে বেড়েছে কলকাতার সংক্রমণ। কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১২৯ জন। সবমিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের।
যদিও কিছুটা আশা জাগাচ্ছেন কোভিডজয়ীরা। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭৯৫ জন। ফলে রাজ্যের সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৩৩ শতাংশ। যদিও ফের বেড়েছে পজিটিভিটি রেট।
Be the first to comment