শনিবার তিন দিনের সফরে জম্মু-কাশ্মীরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Spread the love

চলতি বছরে কাশ্মীরে জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছেন ৩২ জন সাধারণ মানুষ। তাঁদের মধ্যে ১১ জন মারা গিয়েছেন শুধু অক্টোবরে। পুঞ্চে সাম্প্রতিক জঙ্গি-দমন অভিযানে নিহত হয়েছেন ৯ জন সেনা। সামগ্রিক পরিস্থিতির জেরে বিরোধীদের তীব্র আক্রমণের আবহেই আগামী শনিবার তিন দিনের সফরে জম্মু-কাশ্মীরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া এবং জঙ্গি-দমন অভিযানকে জোরদার করার লক্ষ্যে জম্মু-কাশ্মীরে আরও ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার।

কাশ্মীর পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই অমিতের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিতও বৈঠক করেছেন পুলিশ এবং গোয়েন্দা কর্তাদের সঙ্গে। অমিত নিজে শেষ বার কাশ্মীরে গিয়েছিলেন ২০১৯ সালের জুনে। এর দু’মাসের মধ্যে ৩৭০ অনুচ্ছেদ বাতিল হয়। কাজেই তার পর থেকে এটিই হতে চলেছে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে অমিতের প্রথম সফর। সেই সফর সংক্রান্ত একটি বৈঠকের পরে জম্মু-কাশ্মীরের বিজেপি নেতা সুনীল শর্মা জানান, অমিত প্রথমে যাবেন শ্রীনগরে, তারপরে যাবেন জম্মুতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*