রাজ্যের বিরুদ্ধে ‘পারচেজ স্ক্যাম’-এর অভিযোগ তুললেন জগদীপ ধনকড়

Spread the love

মহামারী চলাকালীন বাংলায় দু’ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুললেন রাজ্যপাল। পাহাড় সফর শেষে কলকাতায় ফেরার রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, ‘সরকার তদন্ত কমিটি গঠন করলেও সেই তদন্তের রিপোর্ট এখনও দেওয়া হয়নি আমাকে।’ শুক্রবার এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপাল। ফের রাজ্য সরকারকে সংবিধান মেনে কাজ করার অভিযোগ করেন তিনি।

সপ্তমীতে বাগডোগরা হয়ে দার্জিলিং গিয়েছিলেন ধনকড়। ১০ দিন পাহাড় সফর শেষে শুক্রবার কলকাতায় ফিরছেন তিনি। এদিন বাগডোগরা বিমাবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল। বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। পাহাড়ে GTA দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ধনকড়ের কথায়, ‘GTA-এর ১০ বছর হয়ে গেল। এই সময়কালে কেন্দ্র ও রাজ্য সরকার GTA-কে কোটি কোটি টাকা দিয়েছে। কিন্তু, সেই টাকার কোনও হিসেব নেই।’ রাজ্যপালের অভিযোগ, ওই বিরাট অঙ্কের টাকার অডিটও হয়নি। বিষয়টি নিয়ে রিপোর্ট চাওয়া সত্ত্বেও, তিনি তা পাননি, দাবি রাজ্যপালের।

অন্যদিকে, মহামারীর সময় ‘পারচেজ স্ক্যাম’ হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। বলেন, ‘দু’ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে তিনজন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতে আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন। কিন্তু, এখনও সেই তদন্ত কমিটি কোনও রিপোর্ট দেয়নি।’

পাশাপাশি এদিন নির্বাচন পরবর্তী হিংসা নিয়েও ফের সরব হন রাজ্যপাল। ভোটের পর পাহাড় সফরে গিয়েও নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল। এছাড়াও বিভিন্ন সময় তিনি রাজ্যের আমলা কিংবা পুলিশ কর্তাদের তলব করা হলেও, তাঁরা আসেননি বলে দাবি করেন ধনকর। যাঁরা এসেছিলেন তাঁরা কোনওরকম তথ্য বা কাগজপত্র ছাড়াই রাজভবনে এসেছিলেন বলে অভিযোগ করেন রাজ্যপাল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*