বাংলাদেশে অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ নিল প্রশাসন। একাধিক এলাকায় অশান্তির জন্য মূল সন্দেহভাজন হিসেবে ইকবাল হোসেনকে চিহ্নিত করেছিল বাংলাদেশ পুলিশ। এর কয়েক ঘণ্টা পরেই বৃহস্পতিবার কক্সবাজার থেকে গ্রেফতার করা হল তাঁকে। কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বাংলাদেশের সংবাদমাধ্যমে এই খবর জানিয়েছেন।
বাংলাদেশ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কুমিল্লার অশান্তির ঘটনায় ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারের সুগন্ধা বিচ থেকে রাত ১০টা ১০টা নাগাদ আটক করা হয়। বাংলাদেশের এক সংবাদপত্রের দাবি, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম এই গ্রেফতারির সত্যতা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ইকবাল হোসেনকে গ্রেফতারের পর তাঁকে কুমিল্লায় পাঠানো হয়েছে।
কুমিল্লার ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্গাপূজার অনুষ্ঠানস্থলে থাকা CCTV ক্যামেরা থেকে কয়েক ঘণ্টার ভিডিয়ো ফুটেজ বিশ্লেষণ করার পর ওই ব্যক্তিকে চিহ্নিত করে বাংলাদেশ পুলিশ। ওই ভিডিয়ো ফুটেজে হুসেনকে অশান্তির ঘটনাস্থলে ঢুকতে দেখা যায়।
কুমিল্লার এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের একাধিক জায়গায় অশান্তির আগুন জ্বলে ওঠে। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অশান্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন। পুলিশের দাবি প্রায় ৪৫০ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে কুমিল্লার ঘটনায় মূল অভিযুক্তকে এদিন গ্রেফতার করল পুলিশ। গোটা দেশে অশান্তির প্রেক্ষিতে এখনও পর্যন্ত মোট সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ কর্মীরাও জখম হয়েছে বলে জানানো হয়েছে।
Be the first to comment