রাজ্যে ফের বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টার নিরিখে এদিন সংক্রমণ খানিকটা বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, সংক্রমণ কমলেও মৃত্যু সংখ্যা ২৪ ঘণ্টায় কমেছে।
শুক্রবারের স্বাস্থ্য দফতরের বুলেটিনে উল্লেখ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪৬ জন। রাজ্যে মোট একদিনে মৃত্যু হয়েছে ১২ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছে ৭৯২ জন।
রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৪ হাজার ৪৯২ জন। এরমধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছে ১৫ লাখ ৫৭ হাজার ৮৮২ জন। রাজ্যে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৩৩ জনের।
রাজ্যে এখনও সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতাই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৪২ জন। এই সময়ের মধ্যে শুধু কলকাতাতে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৮৯ জন। গোটা রাজ্যে একমাত্র কলকাতাতেই করোনা সংক্রমণ ২০০-এর বেশি রয়েছে।
এরপরেই এই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতা পার্শ্ববর্তী এই জেলাতে করোনা আক্রান্ত হয়েছে ১১৬ জন। অন্য সব জেলাতেই সংক্রমণ ১০০-এর নীচে। মৃত্যুর নিরিখে আবার কলকাতাকে টেক্কা দিয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় যেখানে মৃত্যু হয়েছে তিন জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে চার জনের।
Be the first to comment