বারাসাতের কালীপুজো নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক পুলিশের

Spread the love

করোনা আবহে বারাসাতের কালীপুজো নিয়ে গতকাল পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করল পুলিশ প্রশাসন। প্যান্ডেল কীরকম হবে, কোথায় প্রতিমা থাকবে, কীভাবে ভিড় সামাল দেওয়া হবে, তা নিয়ে দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশ। প্রশাসনের নির্দেশিকা মেনে চলার আশ্বাস দিয়েছে উদ্যোক্তারা।

দুর্গাপুজোয় লাগামছাড়া আনন্দে ভাটা পড়েছিল করোনা সচেতনতায়। মাস্কহীন মুখের সারি। সোশাল ডিসট্যান্সিংয়ের নামগন্ধ না থাকা। আর এসবের জেরেই গত কয়েকদিনে কলকাতার করোনা গ্রাফ ফের বাড়তে শুরু করেছে বলে মত বিশেষজ্ঞদের। 

এই পরিস্থিতিতে এবার সামনে কালীপুজো। উত্তর ২৪ পরগনার বারাসাত বরাবরই কালী পুজোর জন্য বিখ্যাত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*