এনসিবি-র দফতরে পৌঁছতে দেরি, অনন্যার কপালে জুটল তিরস্কার

Spread the love

জিজ্ঞাসাবাদের জন্য দেরিতে পৌঁছানোয় কটাক্ষের মুখে পড়তে হল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ৷ সূত্রের খবর, শুক্রবার নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘণ্টা পর এনসিবি আধিকারিকদের মুখোমুখি হন চাঙ্কি পাণ্ডের মেয়ে ৷ আর তাতেই তাঁকে তিরস্কার করেন এনসিবি-র মুম্বইয়ের আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ে ৷

এনসিবি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মাদক মামলায় অনন্যাকে ডেকে পাঠানো হয়েছিল ৷ কথা ছিল, সকাল ১১ টায় তাঁকে হাজিরা দিতে হবে এনসিবি-র গোয়েন্দাদের সামনে ৷ কিন্তু অনন্যা সেখানে পৌঁছন দুপুর ২ টোয় ৷ সঙ্গে ছিলেন তাঁর অভিনেতা বাবা চাঙ্কি পাণ্ডেও ৷ সূত্রের দাবি, অনন্যার এই দেরিতে আগমনে বেজায় চটেন সমীর ৷ তিনি অভিনেত্রীকে বলেন, ‘‘আপনাকে বেলা ১১ টায় আসতে বলা হয়েছিল ৷ আর আপনি এখন এসে পৌঁছলেন ৷ আধিকারিকরা এখানে এমনি এমনি বসে নেই ৷ তাঁরা এতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছেন ৷ এটা আপনার প্রযোজনা সংস্থা নয় ৷ এটা একটা কেন্দ্রীয় সংস্থার দফতর ৷ এবার থেকে যখন ডাকা হবে, তখনই আসবেন ৷’’

এরপর টানা বেশ কয়েক ঘণ্টা অনন্যাকে জিজ্ঞাসাবাদের পালা চলে ৷ শেষমেশ বিকেলে এনসিবি-র দফতর থেকে বের হন অভিনেত্রী ৷ এর আগে গত বৃহস্পতিবার মাদক সরবরাহের অভিযোগ অস্বীকার করেন অনন্যা ৷ তাঁর বিরুদ্ধে ওঠা মাদক সেবনের অভিযোগও খারিজ করে দেন তিনি ৷ এনসিবি-র একটি সূত্রের দাবি, আরিয়ান খানকে মাদক সরবরাহের কথাও অস্বীকার করেছেন অনন্য়া ৷

অন্যদিকে, সংবাদমাধ্যমের হাতে যে খবর এসেছে, সেই মোতাবেক, যে চ্যাটের সূত্র ধরে অনন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনসিবি, সেটি উদ্ধার হয়েছে আরিয়ানের মোবাইল থেকে ৷ ২০১৮-১৯ সালের ওই চ্যাটে অনন্যা নাকি আরিয়ানকে মাদক পেতে সাহায্য করেছিলেন ৷ এনসিবি-র তরফে অন্তত এমনই দাবি করা হয়েছে ৷ তবে অনন্যা জেরায় এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*