পরিবার আরও বড় হচ্ছে তৃণমূলের। শুধু বাংলায় নয়, ত্রিপুরা থেকে গোয়া, ছড়িয়ে পড়ছে তৃণমূলের সংসার। আগামী ২৮ তারিখ গোয়া সফরের কথা রয়েছে তৃণমূল নেত্রীর। সেই সময় অপেক্ষা করে আছে নানা চমক। শোনা যাচ্ছে সেই সফরে যোগ দিতে পারেন জনপ্রিয় গায়ক লাকি আলি, প্রাক্তন সাঁতারু তথা অভিনেত্রী নাফিসা আলি ও রেমো ফার্নান্ডেজ। তাঁরা যোগ দিতে পারেন তৃণমূলে। এমনটাই জল্পনা ঘাসফুল শিবির সূত্রে। ইতিমধ্যে দুপক্ষের মধ্যে যোগাযোগও হয়েছে। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনও যোগাযোগ রাখছেন একাধিক নামজাদা ব্যক্তিত্বের সঙ্গে।
এদিকে ২০০৪ সালে দক্ষিণ কলকাতা থেকে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন নাফিসা। সেই সময় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। নিজের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে সেই মমতা বন্দ্য়োপাধ্যায়কেই বাঘিনী বলে উল্লেখ করেছেন নাফিসা। এর সঙ্গেই ২০০৪ সালের তাঁর সমর্থনে দেওয়াল লিখনের ছবিও পোস্ট করেছেন তিনি। তারপরই মমতার প্রশাংসায় পঞ্চমুখ তিনি।
সব মিলিয়ে সেই নাফিসাই এবার যোগ দিতে পারেন তৃণমূলে। জল্পনা ছড়িয়েছে এমনটাই। এর সঙ্গেই সালগাঁওকারের একাধিক ফুটবলারের সঙ্গেও তৃণমূল নেতৃত্ব যোগাযোগ করছে বলে সূত্রের খবর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গোয়া বিজেপি বিরোধী যে হাওয়া বইছে সেটাকেই পুরোদমে কাজে লাগাতে চাইছে তৃণমূল। আর সাগরপাড়ে ঘাসফুল ফোটানোর মিশনটাকে পুরোপুরি সফল করতে চাইছে বাংলার শাসকদল।
Be the first to comment