করোনাভারাস অতিমারীর কারণে গত বছরের মার্চ মাস থেকেই বদ্ধ রাজ্যের স্কুল ও কলেজগুলি। বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই স্কুল-কলেজ খোলা হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে পুজোর পর খোলা হবে রাজ্যের স্কুল ও কলেজ।
আজ, সোমবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৬ নভেম্বর থেকে খুলবে রাজ্যের স্কুল ও কলেজগুলি। প্রথমে ১৫ তারিখ খোলার কথা বললেও, সেই দিন আদিবাসী আন্দোলনের নেতা ও স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মবার্ষিকী হওয়ার কারণে সেই দিনের পরিবর্তে ১৬ তারিখ স্কুল খোলা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, করোনা আবহে চলতি বছরের ১৬ মার্চ স্কুল, কলেজ-সহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ প্রাথমিকভাবে স্থির করা হয়েছিল ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে সেগুলি ৷ কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠে ৷ বাধ্য হয়েই মাসের পর মাস বন্ধ রাখতে হয় স্কুল, কলেজ ৷ উপরন্তু, বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, পুজোর সময়েই হয়তো দেশে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ ৷ কিন্তু, এখনও পর্যন্ত তেমনটা ঘটেনি ৷ পুজোর পর সংক্রমণ কিছুটা বাড়লেও, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে ৷
এই অবস্থায় পুজোর মরশুমে শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্কুল, কলেজ খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে বসেন তিনি ৷ এর মধ্যেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দেন মমতা ৷
মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেহেতু মাসের পর মাস স্কুলগুলি বন্ধ রয়েছে, তাই ফের পঠনপাঠন চালু করার আগে স্কুল কর্তৃপক্ষকে তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার মতো সময় দিতে হবে ৷ তারা যাতে সেই সময় পায়, মুখ্যসচিবকে তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment